নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, পুরনো বছরের শেষদিনে প্রজ্জ্বলিত আলোকশিখা নতুন বছরে জ্বরা-জীর্ণতা ও দুঃখ-যন্ত্রণা দূর করুর। মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার আদর্শ ধারণ করে অভীষ্ট লক্ষ্যের পানে এগিয়ে যাক বাংলাদেশ। প্রতিষ্ঠিত হোক বাঙালির কাঙ্ক্ষিত দেশ-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আসুন, এই প্রত্যয়ে নতুন আশায় নতুন বছরকে বরণ করি।
শুভ নববর্ষকে সামনে রেখে বুধবার সন্ধ্যার পর মহানগরীর চাঁদনীঘাটে সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বাঙালি হিসেবে বাংলা বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আনন্দ আয়োজনে আমরা বর্ষবরণ করি। শুভনববর্ষ আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করে।
হাতে হাত রেখে আর কাঁধে কাঁধ মিলিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে তিনি সবার প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক মো মজিবর রহমান পরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন।
সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু।
অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করে।
Leave a Reply