নিজস্ব প্রতিবেদক : অন্যান্য বছরের মতো এবারো সম্মিলিত নাট্য পরিষদ সিলেট পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানিয়েছে।
এ উপলক্ষে সুরমা নদীর ঐতিহাসিক চাঁদনীঘাটের সিঁড়িতে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পী লাভলী দেব ও শামীম আহমদ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
প্রথমে ছিল বর্ষবিদায় অনুষ্ঠান। সূর্যাস্তের পর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো আরশ আলী, আল আজাদ, মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সভাপতি মিশফাক আহমদ ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
Leave a Reply