সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জঘন্যতম অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের উকিলপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দৈনিক সুনামগঞ্জ ডাকের সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন প্রতিনিধি মাছুম হেলাল, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক মুক্তখবর প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সাংবাদিক এ কে কুদরত পাশা ও দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া।
Leave a Reply