দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত চান্দাই পীর আব্দুর রশিদ (র) দারুচ্ছুন্নাহ শাখার মাসব্যাপী পবিত্র কুরআন প্রশিক্ষণের পুরস্কার বিতরণ ও সমাপনী শনিবার বিকেলে চান্দাই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মখরম আলীর সভাপতিত্বে ও নাজিম আব্দুল গফফারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরইকান্দি ইউনিয়ন পরিষদ মেম্বার নূরুল ইসলাম মাছুম, সমাজসেবী আব্দুল হান্নান, জমসেদ আলী ও মিজান আলী। আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষণ প্রধান ক্বারী মো মনজুরুল কবির, ক্বারী আব্দুর রব, ক্বারী হাফিজ উদ্দিন, ক্বারী আলী আহমদ, ক্বারী জহির উদ্দিন আল আমিন, ক্বারী গোলাম সারওয়ার নোমান প্রমুখ।
Leave a Reply