পিরোজপুর থেকে সংবাদদাতা : র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৮ পিরোজপুরে রবিবার রাতে অভিযান চালিয়ে হারজী নলবুনিয়া গ্রামের পাকা সড়কের উপর থেকে ৫০৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ বশির হোসেন আকন ও মো মামুন ফরাজী নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বশির হোসেন আকন পার্শ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত আলী হোসেন আকনের ছেলে ও মামুন ফরাজী মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো মোস্তফা ফরাজির ছেলে।
র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক মো লিয়াকত আলী বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply