সিলেটে পিডিবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলী, বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল কাদির, জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সিটি কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব দফতরের উপ পরিচালক শ্যামল কুমার শাহা, বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, শ্যামল চন্দ্র সরকার, বিদ্যুৎ বিতরণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা রকীব আহমদ দেওয়ান, উপ পরিচালক-প্রশাসন রুহুল আমীন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক নূরুল ইসলাম, বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম মিলন ও দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতীন্দ্র কুমার দাশ। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী। উপস্থাপনায় ছিলেন, জ্যেষ্ঠ শিক্ষক বদরুল ইসলাম।
Leave a Reply