নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, প্রতিবন্ধীরা রাষ্ট্রের সম্পদ। তাই সরকার প্রশিক্ষণ দিয়ে ও কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আত্মনির্ভরশীল করছে। তাদের কল্যাণে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক রয়েছেন।
তিনি আরও বলেছেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও দুস্থদেরকে উন্নয়নের মূলধারায় আনতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই প্রতিবন্ধীদেরকে ভাতার পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে, যাতে তারা এগিয়ে আসতে পারে।
বুধবার দুপুরে সিলেট মহানগরীর শেখঘাটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডা মোস্তফা শাহজাহান চৌধুরী বাহার, অভিভাবক সদস্য রেদওয়ান আহমদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরাইয়া নাসরিন সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা।
অনুষ্ঠানে ১০০ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্র-ছাত্রীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply