প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) চালু রাখার দাবিতে বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধন চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণদাবী ফোরামের সভাপতি আখলাক আহমদ চৌধুরী, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ডা এএএম শিহাব উদ্দিন, ছাত্রকল্যাণ পরিষদ কুলাউড়ার সভাপতি হোসাইন আহমদ ও আওয়ামী ছাত্র পরিষদ সিলেট ল কলেজ শাখার সহ সভাপতি আতাউর রহমান রিপন।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মানবকল্যাণ পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি রকি দেব, সহ সাধারণ সম্পাদক রিপন আহমদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সারেক আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, হৃদয় ঘোষ অনিক, সদস্য নাদিম হোসাইন, ফ্রেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব, দফতর সম্পাদক শংকু রায় প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply