নিজস্ব প্রতিবেদক : সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে।
এই উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের। এছাড়া বালাগঞ্জ এবং ওসমানীনগরে ব্যাপক এলাকা বন্যায় আক্রান্ত হয়েছে।
বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান জানান, পুরো উপজেলাই বন্যা কবলিত। সিলেট-বিয়ানীবাজার সড়কের কয়েকটি অংশ তলিয়ে যাওয়ায় হালকা যানবাহন চলাচল করতে পারছেনা। বিভিন্ন গ্রামে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়ও ঘরবাড়ি তলিয়ে গেছে।
পানি উঠেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের প্রধান সড়কে। তাই যানবাহন চলাচল করতে না পারায় নৌকায় লোক চলাচল ও পণ্য পরিবহণ চলছে।
Leave a Reply