বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, পাসপোর্ট ছাড়া বাংলাদেশ বিমানের পাইলট ফজল মাহমুদের কাতারে যাওয়া একটি দুর্ঘটনা। পাইলটরা তাদের পরিচয়পত্র দেখিয়েও যেতে পারে। এরপরও কেবিনেট ডিভিশন থেকে একটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রবিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান ডা মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও যুক্তরাজ্য লেবার পার্টির নেতা ফয়ছল হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, বদরদি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা জুনেদ হোসেন চৌধুরী।
Leave a Reply