সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে পদযাত্রা করেছেন।
সোমবার, ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে পদযাত্রা শুরু হয়ে মহানগরীর জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, ক্বীনব্রীজ ও কদমদলী হয়ে বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারি অফিসের ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। ঘুষ-দুর্নীতি ছাড়া সরকারি কোনো অফিসে কোনো কাজ হয়না। পাসপোর্ট অফিসের প্রতিটি স্তরে টাকার মাধ্যমে কাজ করাতে হয়।
সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি মুখতার আহমেদ তালুকদার। সমাবেশে আরো বক্তব্য রাখেন, মো আমিনুল ইসলাম ডিনেস, জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের ও মো রফিকুল ইসলাম শিতাব। সংবাদ বিজ্ঞপ্তি