সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী বলেছেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা সম্ভব।
শুক্রবার সকালে রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতিটিলা জৈন্তাপুরে নবনির্মিত মন্দির উদ্বোধন ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ উপলক্ষে সিলেটের বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী প্রদীপ দের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণ ভাব বিনিময়ের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) রিপা মণি দেবী, সিলেট বিবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শ্রীশ্রী সারদা মায়ের বাড়ি দেবপুরের সাধারণ সম্পাদিকা বিনতা দেবী, অবসরপ্রাপ্ত শিক্ষক সুজিত ভট্টাচার্য ও পৈত্যপাড়া শিববাড়ী নিবাসী সুযোগ চন্দ্র চন্দ ও স্থানীয় ইউপি সদস্য অহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সেনাপতিটিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র।
শুরুতে প্রত্যুষে বৈদিক মন্ত্র পাঠ ও ঊষাকীর্ত্তন অনুষ্ঠিত হয়।
পরে সম্প্রদায়ের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হয়।
দুপুরে শ্রীরামকৃষ্ণের লীলাকীর্তন পরিবেশন করেন, হেমেন্দ্র সূত্রধর ও দেবল চন্দ্র দাশ। বিকেলে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেন, সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী পংকজ দেব ও সংগীত নিকেতন সিলেটের শিল্পীবৃন্দ। সন্ধ্যায় আরত্রিক ভজনে স্থানীয় পাত্র সম্প্রদায়ের শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply