কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে দলিত ছাত্রছাত্রীদের ভর্তি জন্য কোটার দাবি জানিয়েছে।
বুধবার কমলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি পরিমল সিং বাড়াইক। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দেলনের সভাপতি সুনীল কুমার মৃধা।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দলিত কোটা প্রবর্তিত হলেও জাতীয় বাজেট থেকে দলিত শব্দটি প্রত্যাহার করায় দলিত কোটা অস্তিত্বের সংকটে পড়েছে। তাই দলিত শিক্ষার্থীদের দলিত কোটায় ভর্তি হওয়ার জন্য বাজেট ও অন্যান্য সরকারি নীতিমালায় দলিত শব্দের যথাযথ উপস্থিতি আবশ্যক। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি শিক্ষাবৃত্তির ব্যবস্থা থাকলেও দলিত শিক্ষার্থীরা অধিকাংশ ক্ষেত্রেই এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কষ্ট করে দলিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পৌঁছলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে উচ্চ শিক্ষা লাভ করতে পারে না। এজন্য দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহে ছাত্রছাত্রীদের ১ শতাংশ দলিত কোটা প্রবর্তন প্রয়োজন।
Leave a Reply