নিজস্ব প্রতিবেদক : সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট চলছে।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক ঐক পরিষদ ও জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ পরিবহণ ধর্মঘট আহ্বান করেছে।
পরিবহণ ধর্মঘটের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে শ্রমিকরা অবস্থান নিয়ে মিছিল ও জনসভা করেন। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমেদ। সভাপতিত্ব করেন, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার। পরিচালনায় ছিলেন, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির উদ্দিন। এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি ও শ্রীপুর পাথর কেয়ারি খুলে দেওয়ার দাবি জানান। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply