সিলেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে পাথর কোয়ারিগুলোতে পাথর উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের সাথে জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দির পাথর ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের বৈঠক থেকে এই দাবি জানানো হয়।
মঙ্গলবার চেম্বার ভবনে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, পাথর শিল্প সিলেটের একটি বৃহৎ খনিজ শিল্প। এ শিল্পের সাথে এ অঞ্চলের বিশাল জনগোষ্ঠী জড়িত। এখানকার পাথর সারা দেশের অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার হয়ে থাকে। সম্প্রতি সরকার পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করার ফলে জাফলং, ভোলাগঞ্জ ও বিছনাকান্দির পাথর কোয়ারির স্টোন ক্রাশিং মিল মালিক, শ্রমিক, ট্রাক মালিক ও পরিবহণ শ্রমিকগণ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
বৈঠকে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটের পাথরের মান ভাল হওয়ায় সারা দেশে এর চাহিদা রয়েছে; কিন্তু এভাবে হঠাৎ করে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে দেশের অবকাঠামোগত উন্নয়ন যেমনি ক্ষতিগ্রস্ত হবে তেমনি লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়বেন। সরকারও প্রচুর রাজস্ব থেকে বঞ্চিত হবে।
তিনি পাথর উত্তোলন পুনরায় চালুর লক্ষ্যে সিলেট চেম্বারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, প্রাক্তন সহ সভাপতি ইফতেখার আহমদ সোহেল, প্রাক্তন পরিচালক হিফজুর রহমান খান, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জাফলং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন লিপু, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি মুজিবুর রহমান মিন্টু, সিলেট পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক গফুর মিয়া।
এছাড়াও কোম্পানীগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ট্রাক মালিক সমিতি, বৃহত্তর জৈন্তা পাথর সমিতি, বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতি, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতি, পশ্চিম জাফলং ব্যবসায়ী সমিতি, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপ এবং অন্যান্য পাথর ব্যবসায়ী ও পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply