নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় দুটি বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক ছাত্রলীগ কর্মী সহ ৪ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
শনিবার ঐ এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের উপরে সন্ধ্যর ৬টার দিকে প্রথম ও সাড়ে ৬টার দিকে দ্বিতীয় বোমাটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এছাড়া গুরুতর আহত মহানগর পুলিশের পরিদর্শক চৌধুরী কয়সর ও ছাত্রলীগ কর্মী অহিদুল ইসলাম অপুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে মারা যান।
এই বোমা হামলা আত্মঘাতি কিনা তা এখনো স্পষ্ট নয়।
Leave a Reply