নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারদের দুর্নীতির কারণে ফসলহানির অভিযোগের সত্যতা যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক তদন্ত শুরু করেছে।
তিন সদস্যের দুদক প্রতিনিধি দল এই তদন্ত শুরু করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন।
প্রতিনিধি দলটি বুধবার সিলেটের বিভাগীয় কমিশনার, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও হাওর রক্ষা বাধের প্রকল্প তত্ত্বাবধায়ক সহ অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলেন।
তদন্ত দলের প্রধান মোহাম্মদ বেলাল হোসেন জানান, এই সর্বনাশের সাথে যারাই জড়িত তাদের সবাইকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
Leave a Reply