ইদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে জালনোট প্রতিরোধে জনতা ব্যাংক লিমিটেডের নেতৃত্বে সিলেটে ২৩টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে শাহপরান দরগা গেট সংলগ্ন কোরবানির পশুর হাটে একটি জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করা হয়েছে।
বুধবার এর উদ্বোধন করেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক মো সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের জিএম সাজ্জাদ হোসেন, জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগের জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ডিজিএম সান্তনু কুমার রায়, জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া অফিসের ডিজিএম মো আব্দুল ওয়াদুদ, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম সন্দীপ কুমার রায়, খাদিমনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ প্রমুখ।
Leave a Reply