নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক অবস্থায় পত্রিকা সম্পাদনা ও প্রকাশের অভিযোগের মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করা হবে।
সোমবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়।
ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে পলাতক থাকা অবস্থায় পত্রিকা সম্পাদনার অভিযোগে এ মামলা দায়ের করেন।
মামলার পর আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন; কিন্তু সমনের জবাব না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
Leave a Reply