NATIONAL
Chief Adviser's Press Secretary Shafiqul Alam said that Bangladesh is interested in developing relations with India
সংবাদ সংক্ষেপ
বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বাংলাদেশী ও ভারতীয় নাগরিক আটক মাধবপুরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা জ্ঞাপন জুড়ীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন কোতয়ালি পুলিশ বন্দরবাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে সুদৃঢ় ঐক্যে অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকারে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জে সালেহ আহমদ নক আউট টুর্নামেন্টে লাখাই জিরুন্ডা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার পলাতক আসামি অস্ত্র গুলি ও মাদকসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাব ও জেলা পুলিশের যৌথ অভিযানে ডাকাত সর্দার অস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজিবির অভিযানে সাড়ে ৯৭ লাখ টাকার চোরাচালানী মালামাল সহ আটক ২ ব্রিটিশ পাসপোর্টে নো-ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের রোটারি ক্লাব অব হবিগঞ্জের ৩৩ তম অভিষেক || প্রধান অতিথি ছিলেন প্রাক্তন গভর্নর মাধবপুর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব আনন্দ আয়োজনে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ১৫ বছর পূর্তি উদযাপন সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা || ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর

পর্যটন উন্নয়ন মহাপরিকল্পনায় কক্সবাজারের পরেই থাকছে সিলেট : বিভাগীয় কমিশনার

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) হচ্ছে। এ জন্যে কাজ করছেন দেশের ও বিদেশের পর্যটন বিশেষজ্ঞরা। এতে বিশ্বের বৃহত্তর সমুদ্র সৈকত সমৃদ্ধ কক্সবাজারের পরেই থাকছে সিলেট। কারণ সিলেটে সাগর না থাকলেও পর্যটন শিল্পে যে সাতটি উপাদান অপরিহার্য সেগুলোর বাকি ছয়টি এ অঞ্চলে রয়েছে।
তিনি আরও বলেছেন, বর্তমানে পর্যটন খাত জিডিপিতে ৪.২ শতাংশ জোগান দেয়। সরকারের লক্ষ্য আগামীতে তা বেড়ে ১০ শতাংশে উন্নীত হোক। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি উদ্যোগে অনেককিছু করার আছে।
বিভাগীয় কমিশনার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটকে আঞ্চলিক পর্যটন হাব করতে চান। এ লক্ষ্যকে সামনে রেখে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন করা হচ্ছে। ফলে ভারতের সাতটি অঙ্গরাজ্যসহ নেপাল এবং ভূটানের সঙ্গে বাণিজ্য সুবিধাও সম্প্রসারিত হবে।
ড মুহাম্মদ মোশাররফ হোসেন স্পষ্টই জানিয়ে দেন, ভূতাত্ত্বিক জরিপের মাধমে পাথরের মজুদ সম্পর্কে নিশ্চিত হওয়া ও পরিবেশ রক্ষার উপায় উদ্ভাবন না হওয়া পর্যন্ত কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবেনা।
বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সোমবার দুপুরে সিলেটে মানবিক উন্নয়ন সংগঠন ‘সম্পর্ক’ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনায় সহযোগী ছিল পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ।
এবারের বিশ্ব পর্যটন দিবেসের প্রতিপাদ্য ‘পর্যটনে নতুন ভাবনা’র আলোকে গোলটেবিল আলোচনার বিষয়বস্তু ছিল ‘সিলেটের পর্যটন, পরিবেশ ও নতুন সম্ভাবনা।’ এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
প্রায় আড়াই ঘণ্টার প্রাণবন্ত আলোচনায় সূচনা বক্তব্য দেন আয়োজক সংগঠনের উদ্যোক্তা উত্তম কুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য দেন ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবির। প্রথম পর্বে পর্যটন ব্রান্ডিংয়ে নতুন পণ্য হিসেবে সিলেটের আদি সংস্কৃতির নৌকার ওপর সাংবাদিক উজ্জ্বল মেহেদী নির্মিত তথ্যচিত্র ‘বারকি’ প্রদর্শন করা হয়। স্থপতিদের সহযোগিতায় বারকি নৌকাকে ‘পর্যটন ব্রান্ড পণ্য’ হিসেবে প্রস্তুত করার কাজে নিবেদিত সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো তাহমিলুর রহমান বিষয়বস্তুর আলোকে বক্তব্য দেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক স্থপতি কৌশিক সাহার সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সহসভাপতি আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রাহক ও ভাষাসৈনিক মতিন উদ্দীন জাদুঘরের পরিচালক ডা শাহজামান চৌধুরী বাহার, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও হাওরগবেষক মো এমদাদুল হক, লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালি বিভাগের প্রভাষক মো আব্দুল হালিম প্রমুখ।
আমন্ত্রিত আলোচক ছাড়াও পর্যটন ও পরিবেশসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের উদ্যোক্ত তরুণ ও গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নেন।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওয়েবসাইট ডেভোলাপ ও পর্যটক বান্ধব ম্যাপ নির্মাণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় কর্মজীবী মানুষকে পরিকল্পিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন বান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest