নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বাংলাদেশ পর্যটনে অপার সম্ভবনাময়। পরিকল্পিত ও সম্মিলিতভাবে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, পর্যটনের দিক থেকে দেশে সিলেট দ্বিতীয় অবস্থানে আছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে প্রচুর পর্যটক এখানে আসেন; কিন্তু সঠিক তথ্য ও দিক-নির্দেশনার অভাবে অনেকেই প্রত্যাশা অনুযায়ী ভ্রমণ আনন্দ উপভোগ করতে পারেননা। কখনও কখনও নানা ধরনের অসুবিধায় পড়েন-এমনকি হয়রানির শিকারও হন। তাই জেলা প্রশাসন একটি ভ্রমণ মানচিত্র তৈরির উদ্যোগে নিয়েছে, যাতে কাউকে কোন ধরনের ভোগান্তির শিকার হতে না হয়।
তিনি পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে হোটেল-রেস্টুরেন্ট মানিক, যানবাহন চালক ও নৌকার মাঝিদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ নেওয়ার নিশ্চয়তা দেন।
মো মজিবর রহমান পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশের সংখ্যা বৃদ্ধি, তথ্যকেন্দ্র স্থাপন ও পণ্যে প্রতারণা রোধের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, পর্যটক এবং পর্যটন খাতে সেবাপ্রদানকারীদের আচরণগত পরিবর্তনেরও প্রয়োজন রয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের এসপি আবুল বাশার মো আতিকুর রহমান, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাউদ্দিন আলী আহমদ। এছাড়াও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এর আগে একটি শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
Leave a Reply