দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন ও ভিডিওচিত্র ধারণ করে তা ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তানভির আহম্মেদ নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
তানভির আহম্মেদ পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে। রবিবার রাত সোয়া ৯টায় ফুলবাড়ী থানায় তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বাদি হয়ে নির্যাতিতা মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ওসি মো ফখরুল ইসলাম জানান, সোমবার সকালে অভিযুক্ত তানভির আহম্মেকে কারাগারে ও বাদি যুবতীকে পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Leave a Reply