হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নে খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এম এ মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন রোটারি জোনাল কো-অর্ডিনেটর পিপি শামীম আহছান, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট স্বন্দীপ কুমার বণিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, রোটারিয়ান নিয়াজুল বর চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, জেলা পরিষদ সদস্য নজমুল হাসান, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও সাংবাদিক এস এম সুরুজ আলী প্রমুখ।
প্রধান অতিথি সাংসদ এম এ মজিদ খান বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নেই। এজন্য প্রত্যেককেই গাছ লাগাতে হবে।
Leave a Reply