নিজস্ব প্রতিবেদক : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ২০২৫ সালের মধ্যে পরিবেশ দূষণকারী সকল ইটভাটা বন্ধ করা হবে।
তিনি আরো বলেছেন, বর্তমানে যেসব ইটভাটা চলছে সেগুলোকে সরকারি নিয়মনীতি মেনে উৎপাদন করতে হবে।
শনিবার দুপুরে সিলেটের হরিপুরে প্রথম পরিবেশবান্ধব ব্লক ইট ইন্ড্রাস্ট্রি ‘ইকো ইট’ উদ্বোধন শেষে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন।
তিনি জানান, সরকারি সকল স্থাপনায় ব্লক ইট ব্যবহার করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহম্মদ।
Leave a Reply