নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রায় ১০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
বুধবার, ২৮ ফেব্রুয়ারি (১৫ ফাল্গুন) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও পরিবহন নেতাদের এক বৈঠকে দাবি-দাওয়া পূরণের সমঝোতার ফলশ্রুতিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
বৈঠকে ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, সড়ক দুর্ঘটনা মামলায় চালকদের জামিন, গ্যাস সংকট নিরসন, রাজনৈতিক মামলায় শ্রমিকদের আসামি না করা, পুলিশি হয়রানি বন্ধ ও পরিষেবা আইন বাতিল।।
উল্লেখিত ৫ দফা দাবিতে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। তাই সবধরনের যান চলাচল বন্ধ থাকে। এ কারণে এসএসসি পরীক্ষার্থীসহ অন্যান্য যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তবে কয়েকটি জায়গায় পুলিশ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।
Leave a Reply