জগন্নাথপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়ও ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট চলছে। আর এতে চরম ভোগান্তিতে পডড়েছেন যাত্রীরা। অনেকে বিভিন্ন জায়গায় আটকাও পড়েছেন। অন্যদিকে রিক্সাভাড়া দ্বিগুণ হয়ে গেছে।
ধর্মঘটের কারণে উপজেলার সর্বত্র সবধরনের যান চলাচল বন্ধ থাকায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
রবিবার দুপুরে উপজেলার সর্বস্তরের পরিবহণ মালিক ও শ্রমিকরা পৌর পয়েন্টে সমাবেশ করেন।
সিএনজি স্ট্যান্ড শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, লাইটেস সমিতির সভাপতি মঈন উদ্দিন, শিবগঞ্জ স্ট্যান্ড শ্রমিক সমিতির সভাপতি ফয়জুল মিয়া ও লেগুনা মিনিবাস পশ্চিম পাড়ের সভাপতি আহাদ আলী ভূঁইয়া।
Leave a Reply