NEWSHEAD

পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে সিলেটে সুনামগঞ্জবাসীর গণঅনাস্থা প্রাচীর

Published: 16. Jun. 2019 | Sunday

সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহণ মালিক-শ্রমিকদের আহুত অনৈতিক ধর্মঘটের প্রতিবাদে সিলেটে গণঅনাস্থা প্রাচীর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীর উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তারা বলেন, পরিবহণ মালিক শ্রমিকদের এ ধরনের অমানবিক কার্যকলাপ কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। তাই এ চক্রের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা অবিলম্বে পরিবহণ মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান।
সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা এম রশীদ আহমদ ও সঞ্জয় চৌধুরীর যৌথ সঞ্চালনায় গণঅনাস্থা প্রাচীর চলাকালে বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক যাত্রী কল্যাণ পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট রাজউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক শামসুল বাসিত শেরো, রফিকুল ইসলাম খসরু, অধ্যাপক খছরুজ্জামান, সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা, তৌফিকুল আলম, ইয়ামিন চৌধুরী, আফজাল হোসেন, দেবাংশু দাস মিঠু, অ্যাডভোকেট রিপা সিনহা, মিজানুর রহমান জিতু, সজল সরকার, কবিরুল ইসলাম, হারুনুর রশীদ, প্রভাষক সুয়েব আহমদ, পিযুষ পুরকায়স্থ, এনামুল হক লিলু, কাশমির রেজা, কনক পাল অরূপ, ওবায়দুল হক মিলন, ফেরদৌস আলম, ঝুটন পাল, হারুনুর রশীদ, আবু সালিম, মাওলানা শুয়াইব, জাহাঙ্গীর আলম, মাহবুব চৌধুরী, সাজিদুর রহমান সাজু ও রুকন আল রুহান।

Share Button
December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

দেশবাংলা