নিজস্ব প্রতিবেদক : সিলেটকে একটি পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তুলতে বিভাগীয় প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন সিলেট মহানগরী’ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী একে একে দেশের প্রতিটি মহানগরীকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, একাজটি একদিনের বা কোন একটি নির্ধারিত সময়ের জন্যে নয়। কারণ একদিনে বা একবারে শতভাগ সাফল্য আসবেনা। তাই ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে।
বিভাগীয় কমিশনার পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও মানসিকতার পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজম খান, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ পরিচালক জাকারিয়া ও উপ পরিচালক দেবজিৎ সিনহা সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply