নিজস্ব প্রতিবেদক : একজনের সন্তান বিদেশ যাবে। আরেকজন পাঠাবেন। এ নিয়ে দুজনের মধ্যে চুক্তি হলো। পরিচয়ের সূত্র ধরে সাক্ষী হলেন তিনি; কিন্তু সরল বিশ্বাসে এই সাক্ষী হওয়ায়ই কাল হলো তার। অপহৃত হয়ে নির্যাতিত হলেন। নগদ ৫ লাখ টাকা খোয়ালেন। এখন প্রাণনাশের হুমকির মুখে তাকে দিন গুণতে হচ্ছে।
সিলেট জেলা প্রেসক্লাবে সোমবার (৪ নভেম্বর/১৯ কার্তিক) সংবাদ সম্মেলন করে সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকূল গ্রামের হাফিজ ক্বারী মো আজিজুর রহমান এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ছাতক উপজেলার ঝামক গ্রামের সুজন মিয়া ও সিলেট মহানগরীর ইদ্রিস মার্কেটের রাহাবার ট্র্যাভেলসের স্বত্বাধিকারী একই উপজেলার জিয়াপুর গ্রামের নূর আহমদ নোমান পরস্পর পূর্বপরিচিত এবং খুবই ঘনিষ্ঠ। কয়েক মাস আগে সুজন মিয়ার ছেলে শাওন আহমদকে লন্ডন পাঠানোর জন্য নূর আহমদ নোমানের সঙ্গে ২৩ লাখ টাকার চুক্তি হয়। টাকাও পরিশোধ হয়। দুজনের সঙ্গেই পরিচয়ের সূত্রে হাফিজ আজিজুর রহমান সহ ৬ জন সাক্ষী হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
পরবর্তী সময়ে শাওন আহমদকে লন্ডন পাঠাতে ব্যর্থ হওয়ায় সুজন মিয়া ও নূর আহমদ নোমানের মাঝে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে নূর আহমদ নোমান আত্মগোপনে চলে যান। তবে ফোনে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। সময়ও নির্ধারণ করে দেন; কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ২১ অক্টোবর সুজন মিয়া হাফিজ আজিজুর রহমানকে ডেকে এনে তার ওপর চাপ সৃষ্টি করেন, নূর আহমদ নোমানের নিকট থেকে টাকা ফেরৎ এনে দেওয়ায়। মারপিটও করেন। সশস্ত্র সহযোগীদের মাধ্যমে অপহরণ করে নিয়ে যান রাগীব-রাবেয়া মেডিক্যাল রোডের একটি বাসায়। পরে তার স্বজনদের খবর দিয়ে এনে নগদ ৫ লাখ টাকা, চেক বইয়ের কয়েকটি পাতা, ১০০ টাকার ৩টি স্ট্যাম্পে ও সাদা কাগজে স্বাক্ষর এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে স্বজনসহ হাফিজ আজিজুর রহমানকে ছেড়ে দেন।
হাফিজ আজিজুর রহমান এ ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানা ও জালালাবাদ থানায় অভিযোগ করেন; কিন্তু শেষপর্যন্ত থানা পুলিশের সহযোগিতা না পেয়ে আদালতে মামলা (কোতোয়ালি সি.আর-১৩৩৫/২০২৪) দায়ের করেছেন।