পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে পরিবর্তনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মিসবাহ আহমদ সাক্ষাৎ করেছেন।
শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করে তিনি জাতীয় পত্রিকা ‘ইশারা’র একটি সৌজন্য কপি পররাষ্ট্র মন্ত্রীর হাতে তুলে দেন।
পররাষ্ট্র মন্ত্রী সংবাদমাধ্যমকে সমাজের আয়না উল্লেখ করে বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার পরামর্শ দেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন|
উল্লেখ্য, ‘ইশারা’ পত্রিকাটির ১৯৯১ সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল ইবনে সেলিম। মিসবাহ আহমদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply