নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে সিলেটে ভ্রাম্যমাণ আদালতের বাজার তদারকি অব্যাহত রয়েছে।
এই তদারকিকালে পণ্যের মান ও মূল্য যথাযথ আছে কি না তা দেখা হয়।
মঙ্গলবার দুপুরে মহানগরীর বন্দরবাজার এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে বাজার তদারকি করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক বেণু ভূষণ দাস ও অন্যান্য কর্মকর্তা।
তদারকিকালে সবজির দোকানে ২ হাজার টাকা, মাছের দোকানে ২ হাজার টাকা ও ইফতারির দোকানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply