পবিত্র রমজান উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ সমাজকল্যাণ সমিতি ফ্রান্স শাখার উদ্যোগে অসচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলকে বৃহস্পতিবার বিকাল উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার আতাউল গনি ওসমানী ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। নূরুল আমিন জুয়েলের সভাপতিত্বে ও বড় শাখোয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ সমাজকল্যাণ সমিতি ফ্রান্স শাখার সভাপতি শেখ আরিফ হোসেন, জ্যেষ্ঠ সহ সভাপতি রাসু মিয়া, সহ সভাপতি নূরুল ইসলাম, মিজান চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী ও কোষাধ্যক্ষ কামরুল জামান বাবলু।
পরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৩৯টি অসচ্ছল পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।
Leave a Reply