হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের সার্কেল ডে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান ও লাখাই থানার ওসি এমরান হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পবিত্র রমজানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
ঈদের কেনাকাটা যাতে সবাই নির্বিঘ্নে সারতে এবং নিরাপদে বাড়িতে ফিরতে পারেন সে জন্য তিনি পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই থানা এবং স্বজনগ্রাম পুলিশ ফাঁড়ি, কোর্টস্টেশন পুলিশ ফাঁড়ি ও চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply