নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউন্ডেশন সিলেটে শোভাযাত্রা করেছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন, জেলা প্রশাসক নুমেরী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াৎ সাহেদুল আলম ও ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
এছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ শোভাযাত্রায় যোগ দেন।
মৌলভীবাজার প্রতিনিধি : মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ তালামীয়ে ইসলামীয়া মৌলভীবাজারে শোভাযাত্রা করেছে।
বুধবার দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানী জামে মসজিদ থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুসুমবাগ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানান।
Leave a Reply