নিজস্ব প্রতিবেদক : ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।’ পবিত্র ঈদুল ফিতর রাতে পোহালেই। একমাস সিয়াম সাধনার পর বাংলাদেশের মুসলমানরা তাদের প্রধান এই ধর্মীয় উৎসব উদযাপন করতে যাচ্ছেন। বৃহস্পতিবার, ১১ এপ্রিল (২৮ চৈত্র) সকালে ঈদগা কিংবা মসজিদে অথবা খোলা মাঠে জামাতে আদায় করবেন ঈদের নামাজ। জাত-কূল-বিত্তের ভেদাভেদ ভুলে কোলাকুলির মাধ্যমে বিনিময় করবেন ঈদ শুভেচ্ছা। নিজের ঘরে-অন্যের ঘরে গ্রহণ করবেন হরেক রকম উপাদেয় খাবার। ইতোমধ্যে তাদের ঘরে ঘরে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। তবে কেনাকাটা চলছিল গভীর রাত পর্যন্ত। এমনকি কোথাও কোথাও শেষরাত অবধি জমজমাট বেচাকেনা চলতে দেখা গেছে।
সিলেট বিভাগে ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে ৭শ বছরের পুরনো মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নোমান। এর আগে বয়ান করবেন একই মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান। এখানে নামাজ আদায় করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ লাখো মুসল্লি।
ঐতিহাসিক শাহী ঈদগা ব্যবস্থাপনা কমিটির মোতাওয়াল্লি শফিক আহমদ বখ্ত জানান, ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার জন্য সিলেট মহানগর পুলিশ বসিয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। এছাড়া সার্বিক নজরদারিও নিশ্চিত করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট মহানগর পুলিশ কমিশনার মো জাকির হোসেন শাহী ঈদগা পরিদর্শন করেছেন।
Leave a Reply