নিজস্ব প্রতিবেদক : সিলেটে আয়োজিত এক নাগিরকবন্ধনে বক্তারা বলেছেন, ‘বাংলা পণ্ডিতদের জন্মভূমি। হাজার বছর পূর্বে এই বাংলার পণ্ডিত অতীশ দীপঙ্কর জ্ঞান বিতরণে তিব্বত গিয়েছিলেন। ভারতের অর্থনীতিতে নোবেল জয়ী পণ্ডিত অমর্ত্য সেন এই বাংলার সন্তান। সেই পন্ডিতদের ভূখণ্ডে দাঁড়িয়ে এ দেশের বিশিষ্ট ব্যক্তিদের তুচ্ছ-তাচ্ছিল্য করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য ক্ষমার অযোগ্য ধৃষ্টতা দেখিয়েছেন।’
রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিরোধী আন্দোলনকারীদের নিয়ে উজ্জ্বল কান্তি ভট্টাচার্যের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে।
নাগরিকবন্ধন থেকে বাংলাদেশ-ভারত পাওয়ার ফ্রেন্ডশিপ কোম্পানি-বিআইপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্যকে অবিলম্বে রামপাল প্রকল্প সমেত বিতাড়িত করার দাবি জানানো হয়।
সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিমের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আব্দুল হাই আল হাদী, তায়েফ আহমদ চৌধুরী, বশির আহমদ, ছামির মাহমুদ, দেবাশীষ দেবু, মহসিন হোসেন মুহিন, ইন্দ্রানী সেন সম্পা, আমিন তাহমিদ, বদরুল ইসলাম চৌধুরী, রাজিব রাসেল, দিপংকর দাশ গুপ্ত, সত্যজিৎ প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ভারতীয় নাগরিক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য বাংলাদেশের মাটিতে বসে সম্প্রতি জাতীয় একটি জাতীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে সুন্দরবন বাঁচানোর আন্দোলনে সম্পৃক্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে ধৃষ্টতাপূর্ণ যে বক্তব্য দিয়েছেন সেজন্য তাকে বাঙালি জাতির কাছে ক্ষমা চেয়ে বাংলাদেশ থেকে বিদায় হতে হবে।
Leave a Reply