হৃদয়ে ৭১ এর ৭৯তম পাঠচক্র শুক্রবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে ও মহাপরিচালক ইব্রাহিম আহমদ জেসির পরিচালনায় পাঠচক্রে প্রধান আলোচক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসেন বলেন, এই উপমহাদেশকে নেতৃত্ব শূন্য করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হলো পঁচাত্তরের পনেরো আগস্টের পৈশাচিক হত্যাকাণ্ড; কিন্তু ঘাতকরা জানতনা, বঙ্গবন্ধু একটি বিশ্বাস, একটি প্রেরণা, একটি স্বপ্ন ও একটি ইতিহাসের নাম, যা মুছে ফেলা সম্ভব নয়।
পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহানগর শ্রমিক লীগের নব নির্বাচিত সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম। খন্দকার মুজাম্মেল হক রচিত ‘বঙ্গবন্ধু হত্যার দালিলিক প্রমাণ’ প্রবন্ধ থেকে তথ্য উপস্থাপন করেন হৃদয়ে ৭১ জেলা শাখার সভাপতি আহমদ হামজা চৌধুরী।
পাঠ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আদিল ইসলাম, শাহিন আহমদ, মইনুল ইসলাম ফজলু, প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী বাবু, পরাগ রায় অভি, দেলওয়ার হুসেন, ইয়াসিন আহমদ সুমন, দেলওয়ার হেসেন, জামিল আহমদ চৌধুরী, আফসার আহমদ, সুরুক আহমদ, সাজ্জাদ আহমদ, আব্দুর রহমান, রুহুল ইসলাম মিঠু, আইন সম্পাদক ছাব্বির আহমদ, সাদিকুর রহমান খান, জাহিদুর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।
Leave a Reply