নবীগঞ্জ প্রতিনিধি : ‘আমার টাকা, আমার সেতু/ বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো ডালিম আহমদের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি থানা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করে।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এ টি এম সালাম, প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি মো সরওয়ার শিকদার, কাউন্সিলর কবির মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, নবীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, এসআই স্বপন চন্দ্র সরকার, এসআই আবু সাঈদ, এসআই জাহাঙ্গীর আলম, এসআই মৃদুল রায়, এসআই গৌতম দাশ, এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়।
Leave a Reply