বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মধ্যে রান্নাকরা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে।
শনিবার সকালে পৌরসভার উদ্যোগে বন্যাদুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন, মৌলভীবাজার পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো ফজলুর রহমান। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো রান্নাকরা ১ হাজার ২০০ প্যাকেট খাবার, ১ হাজার ২০০ পানির বোতল, ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ৬ হাজার ওরস্যালাইন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মনসুরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন বখত, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, আসাদ হোসেন মক্কু, সৈয়দ সেলিম হক, সালেহ আহমদ পাপ্পু, মনসুরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের ফৌজি ও ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ।
Leave a Reply