সিলেট মহানগরীর শামীমাবাদের চ্যারিটি স্টারের উদ্যোগে রবিবার মধ্যরাতে প্রায় আড়াইশ পথশিশু ও ভবঘুরের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
মহানগরীর রিকাবীবাজার, আম্বরখানা, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় এই খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চ্যারিটি স্টারের সভাপতি ফাহিম উজ জামান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজ, সদস্য আবির আহমদ তুষার, তাহমিদ সিদ্দিকী, ফারহান সাঈদ, রাহাত তাহমিদ, সৈয়দ সায়েফ, সজিব, সৈয়দ সাজু, তায়েফ, নবিল, জুয়েল, সামির, স্বপন, নজরুল, রুমেল, তাহেরুল, অপু, মিনহাজ, রানা, আদিল, হৃদয়, অর্ণব সাকিব, ফাহিম, তানভীর, হামজা, নাসিম, রাজিব।
Leave a Reply