সিলেটের পুলিশ সুপার মো ফরিদ উদ্দিনের মেয়ে সানভি পথশিশু ও ছিন্নমূল মানুষদের সঙ্গে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করেছে।
শনিবার রাতে মেয়ের জন্মদিন উপলক্ষে পুলিশ সুপার, স্ত্রী মাহফুজা শারমিন আর মেয়ে সানভি, জানভি ও জারাভিকে নিয়ে ক্বিনব্রিজ এলাকায় গিয়ে ঘরে তৈরি খাবার আর ফলমূল পথশিশু ও ছিন্নমূল মানুষদের হাতে তুলে দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, কোতয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার নির্মল চক্রবর্তী ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম।
ইমজার সদস্য ও স্বেচ্ছাসেবকরা ব্রতচারি সংগীত ‘জয় জয় সোনার বাংলা’ গেয়ে সানভিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন-ইমজা প্রতিরাতে পথশিশু আর ছিন্নমূল মানুষকে সেখানে রাতের খাবার পরিবেশন করে।
Leave a Reply