নিজস্ব প্রতিবেদক : গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক থেকে দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম ব্যবহার করে পাঠকদের সাথে প্রতারণার অভিযোগের মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
একই রায়ে দুই জনেরই ৫ হাজার টাকা করে জরিমানা করে অনাদায়ে আরো এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় গত বছরের ১০ আগস্ট রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তারা ঐ দিনই সপরিবারে ভারতে পালিয়ে যান।
এরপর নভেম্বর মাসে দেশে ফিরে আব্দুল হাই ও দেশে ফেরার পথে রাগীব আলী গ্রেফতার হন। তারা ঐ মামলায় ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত হয়ে এখন কারাগারে আছেন।
ভারতে পালিয়ে থাকা অবস্থায় ৮ সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক সিলেটের ডাক পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক হিসেবে ও তার ছেলে আব্দুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে মুদ্রিত হয়।
এর মধ্য দিয়ে পাঠকদের সাথে প্রতারণা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ঐ বছরের ৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান এবং বাদি পক্ষে শহীদুজ্জামান চৌধুরী আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন; কিন্তু মামলার শুরু থেকেই রাগীব আলী ও আব্দুল হাইয়ের পক্ষে কোন আইনজীবী আদালতে ছিলেন না।
রায়ের প্রতিক্রিয়ায় অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী বলেন, এ রায় প্রমাণ করেছে, যে যত বড়ই হোন না কেন কেউই আইনের উর্ধে নন।
বাদি গিয়াস উদ্দিন তালুকদার বলেন, সংবাদপত্র জগেতের জন্যে এ রকম একটি রায়ের প্রয়োজন ছিল।
Leave a Reply