বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিখাতকে বেশি গুরুত্ব দিয়ে কৃষকদেরকে সবধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন। তাহলে খাদ্য সংকটে পড়তে হবেনা। পতিত জমিগুলোতে ফসল উৎপাদন করলে সবাই উপকৃত হবো। কেবল ধান নয়-অন্যান্য ফসলও উৎপাদন করতে হবে।
বুধবার বিকেলে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ফসল উৎপাদন বৃদ্বির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো জুয়েল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো মোস্তাকুর রহমান মফুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম এ মতিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা কামরুল ইসলাম, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, কৃষক লীগের সভাপতি মো আলাল মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো সুমন মিয়া। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মতিন বাদশা ও রাজীব আহমদ রাজিন।
পরে ২৫০ কৃষককে সরিষা বীজ এবং তিন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় সেলাই মেশিন ও ছাগল দেওয়া হয়।
Leave a Reply