নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে উন্নয়ন কাজ পরিচালনার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার দুুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি ৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
জেলা প্রশাসক বলেন, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে কাজে যেমনি শৃঙ্খলা ও ধারাবাহিকতা বজায় থাকবে তেমনি মানুষও বেশি সুফল পাবে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে স্থানীয় সরকারে সকল স্তরসহ সর্বক্ষেত্রে সক্ষমতা বেড়েছে। করোনার মতো মহামারির সময়েও কেউ উপোস থাকেনি। জীবনের ঝুঁকি নিয়েই তৃণমূলের জনপ্রতিনিধিরা মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
মো মজিবর রহমান জন্ম নিবন্ধন ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে আরও গতিশীলতা আনতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক সাংবাদিকদের কাছে সকল প্রকার উন্নয়ন কাজের খবর পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন, গণমাধ্যম এই খবর মানুষের কাছে পৌঁছে দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশীদ। পাওয়ার পয়েন্টে এলজিএসপির লক্ষ্য-উদ্দেশ্য ও অগ্রগতি-অর্জন তুল ধরেন প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মো আবু হানিফা আহমদ। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার মো লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক লুৎফুন্নাহার জেসমিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, প্রবীণ সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, বোয়ালজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনহার মিয়া, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ, দয়ামীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশীদ রেনু, মুকিত রহমানী, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক হেনা মমো প্রমুখ।
কর্মশালা সমন্বয় করেন, সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ আহমদ। এছাড়ও সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply