সুনামগঞ্জের ছাতক উপজেলার পঞ্চগ্রাম উচ্চবিদ্যালয়, জিয়াপুরে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ২৬ মার্চ (১২ চৈত্র) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট লেখক শেখ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য এম এ বারেক লইলুছ, আব্দুল কাদির ও কবির আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো পারভেজ মিয়া। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফুজায়েল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো জহিরুল ইসলাম খান, জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জন কুমার দাশ ও আব্দুল মুকিত এবং সহকারী শিক্ষক শাহীন আলম, পল্লবী চক্রবর্তী ও ফখর উদ্দিন।
প্রধান অতিথি শেখ নূরুল ইসলাম পাঠ্যবইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে শিক্ষার্থীদের পরামর্শ দেন।
তিনি শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভার আগে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্কস্তবক অর্পণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply