হবিগঞ্জ প্রতিনিধি : পঁচিশে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের দাবিতে জাতিসংঘের সামনে মানববন্ধন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের নিদের্শনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগ বুধবার জাতিসংঘের সামনে এই কর্মসূচি পালন করে।
এছাড়া জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বরাবর স্মারকলিপিও দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অন্যতম নেতা শফিকুর রহমান সাফাতের পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মিয়া ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুর রহমান।
বক্তারা পঁচিশে মার্চকে কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও একটি কালো অধ্যায় বলে আখ্যায়িত করেন।
Leave a Reply