হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুর উপজেলার নয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সিলেটমুখী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন সহ ৩টি বগি লাইনচ্যুৎ হওয়ায় শুক্রবার সারা দেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা বিচ্ছিন্ন ছিল। দুর্ঘটনার সময় ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে গেলে তা পুড়ে যায়।
সকাল পৌণে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে মাধবপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান।
বগি উদ্ধার করে লাইন মেরামতের পর রাত ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
Leave a Reply