নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে স্মরণকালের বৃহত্তম জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
আগামী ডিসেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি সিলেট থেকে দলের নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌকা বাঙালি জাতিকে স্বাধীনতা দিয়েছে, এখন দিচ্ছে উন্নয়ন আর সমৃদ্ধি। নৌকা উন্নয়নের প্রতীক বলেই আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের কল্যাণ হয়, দেশ এগিয়ে যায়।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ পুরস্কৃত হয় আর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে হয় তিরষ্কৃত। কারণে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন করে না। করে কেবল ধ্বংস। মানুষ পুড়িয়ে মারে, মসজিদে আগুন দেয় আর কলকারখানা ধ্বংস করে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০৪১ সালে বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তুপ থেকে দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছিলেন, তখনই তাকে সপরিবারে হত্যা করা হয়। স্তদ্ধ করে দেয়া হয় বাংলাদেশের উন্নয়ন, চালু করা হয় হত্যা-ক্যুর রাজনীতি। এ রাজনীতির কারণে অনেক মুক্তিযোদ্ধা, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও রাজনীতিবিদকে প্রাণ দিতে হয়েছে।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট অঞ্চলে উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
জনসভায় সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। পরিচালনায় ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
Leave a Reply