নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিতে বর্তমান সরকার একটি বড় প্রকল্প হাতে নিয়েছে, যা বাস্তবায়িত হলে প্রবাসীরা বিভিন্ন দেশকে সরাসরি সিলেট আসা-যাওয়া করতে পারবেন।
বুধবার সন্ধ্যায় ধোপাদিঘির পাড়ে একটি হোটেলে সিলেটের ট্রাভেলস ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মহাজোট প্রার্থী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’ বিজয়ী না হলে এই প্রকল্প সহ অন্যসব উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সিলেট অঞ্চলের সভাপতি সিলটিভির পরিচালক আব্দুল জব্বার জলিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটাব সম্পাদক জিয়াউর রহমান খান, সাবেক সম্পাদক মোতাহার হোসেন বাবুল, হাব সম্পাদক জহিরুল কবির চৌধুরী, সাবেক সভাপতি মনসুর আলী খান, আটাব সদস্য এম এ বারী, সৈয়দ এম এ কুদ্দুছ ও শামসুল আলম।
Leave a Reply