নিজস্ব প্রতিবেদক : সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড এ কে আব্দুল মোমেন চলমান উন্নয়ন ধারা অব্যাহত রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার সকালে হাফিজ কমপ্লেক্সে সিলেটের সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ড এ কে আব্দুল মোমেন মহান বিজয়ের মাসে বাঙালি জাতির জন্যে আরেকটি বিজয় অপেক্ষা করছে। এ বিজয় নিশ্চিত করতে হবে। না হলে দেশ আবার পিছিয়ে পড়তে পারে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-১ আসনে নির্বাচন সমন্বয়ক ড আহমদ আল কবির।
Leave a Reply